শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- শীতলক্ষ্যা নদীতে মর্মান্তিক লঞ্চ ডুবিতে প্রাণহানি ঘটেছে ৩৬ জনের। এই ঘটনায় শোকাহত পুরো দেশ। লঞ্চ ডুবিতে নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ট্রলার বাল্কহেড শ্যমিক ইউনিয়ন এর সাধারন সম্পাদক আনিছ মাষ্টার।
(৬ এপ্রিল) মঙ্গলবার সংবাদ নারায়ণগঞ্জের কাছে এ শোক প্রকাশ করেন তিনি। নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে সকল শোক সন্তপ্ত পরিবারের প্রতিও তিনি গভীর সমবেদনা জানিয়েছেন।
আনিছ মাষ্টার বলেন, নিহতদের পরিবারদের সান্তনা দেয়ার মতো ক্ষমতা আমার নেই। আমি এতটুকুই বলবো আল্লাহ তাদের যাতে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করেন। কারন স্বজন হারানোর কষ্ট সেই বুঝে যার স্বজন হারায়।
প্রশাসনের দৃষ্টি আকর্শন করে বলতে চাই, নিহতদের পরিবারদের সতটা সম্ভব আর্থিক ভাবে সহয়তা করুন এবং আপনার দের কাছে আমার অনুরোধ থাকবে এই ঘটনায় যাদের অবহেলা রয়েছে তাদের দ্রুত আইনের আওতায় আনুন।