বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীতে অ্যাম্বুলেন্সে পিকআপের ধাক্কায় ৫ জন নিহত হয়েছেন। (৩ জুলাই) শনিবার সকালে উপজেলার হাতিয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো ৫ জন আহত হয়েছেন।
এ ঘটনায় নিহত তিনজনের পরিচয় পাওয়া গেছে। পরিচয় প্রাপ্ত তিনজন হলেন- চট্টগ্রামের হালি শহরের মোরশেদের স্ত্রী ফরিদা, মেয়ে মারিয়া ও ফরিদার বড় বোন ফেরদৌস আরা। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি।
আহতরা হলেন, গাজীপুর জেলার বোর্ড বাজার এলাকার হারেজ আলী, গাজীপুরের আব্দুর রাজ্জাকের ছেলে বাদশা, রহিস উদ্দিনের ছেলে শাহজাহান, চট্টগ্রামের মাহবুব আলমের ছেলে মারুফ চট্টগ্রামের মোরশেদ আলমের মেয়ে মাহি।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শাহিদুল ইসলাম জানান, ক্যান্সারের রোগী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাওয়া অ্যাম্বুলেন্সটিকে ঢাকাগামী মাছ বহনকারী পিকআপটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। আহত হয় আরো ৭জন। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানোর পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো দুইজনের মৃত্যু হয়।
ওসি আরো জানান, দুর্ঘটনা কবলিত পরিবহন দুইটি মহাসড়ক থেকে সরানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত হওয়ার পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।