রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৭ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- আনন্দের ছলে নদীতে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে গেছে এক কলেজ ছাত্র। (৬ জুলাই) মঙ্গলবার দুপুরে নাটোরের নলডাঙ্গায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই কলেজ ছাত্রের নাম ইমন। সে পার্শ্ববর্তী রাজশাহীর পুঠিয়া উপজেলার সাধনপুর পঙ্গু নিকেতনের বিজনেস ম্যানেজমেন্ট বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
কলেজ ছাত্রের নিখোঁজ হওয়ার ঘটনার একটি ভিডিও লাইভ সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, বর্ষায় নদীতে নতুন পানি আসায় বিভিন্ন বয়সী মানুষ ও শিশুরা নদীতে ঝাঁপ দিচ্ছিল। এসময় নীল গেঞ্জি ও লুঙ্গি পরে ইমন আলী সাইকেল নিয়ে সেখানে আসে। পরে নদীর পাড়ে সাইকেল রেখে দৌড়ে গিয়ে নদীতে লাফ দেয় সে। ডিগবাজি স্টাইলে ডাইভ দিয়ে পড়ার সময় তার মাথাটা নিচে আর শরীরের নীচের অংশটা থাকে উপরে। লাফ দেওয়ার পর তার পা দুটো উপরে থাকতেই ভেসে ওঠে তার দেহ। এরপর ভাসতে ভাসতে কিছুদূর যাওয়ার পর ধীরে ধীরে তলিয়ে যায় সে।
এ ঘটনার পর বিকেলে পরিবারের সদস্যরা ইমনকে খুঁজতে খুঁজতে নদীর ধারে তার সাইকেল ও স্যান্ডেল পড়ে থাকতে দেখে কান্না শুরু করে। এরপর তারা পুলিশকে খবর দেয়।
এ বিষয়ে নলডাঙ্গা থানার ওসি নজরুল ইসলাম জানান, উপজেলার হলুদঘর এলাকার সিরাজুল ইসলামের ছেলে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন বারনই নদীতে এলাকার বিভিন্ন বয়সী মানুষের সাথে নদীতে ঝাঁপ দিতে যায়। এক পর্যায়ে ঝাঁপ দেয়ার সাথে সাথেই অচেতন অবস্থায় প্রথমে ভেসে উঠে। পরে নদীর পানিতে তলিয়ে যায়।