রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুর ইউনিয়ন বিএনপির আলোচনা সভা মিছিল নিয়ে মন্টু মেম্বারের যোগদান  কুতুবপুর ইউনিয়ন বিএনপির আলোচনা সভা মিছিল নিয়ে মুরাদ ও বক্কর মেম্বারের যোগদান কুতুবপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড বিএনপি’র আলোচনা সভা কুতুবপুর ইউনিয়ন বিএনপি’র আলোচনা সভায় মিছিল নিয়ে মুরাদ ও বক্কর মেম্বার যোগদান আড়াইহাজার থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার বোরকা পড়ে পালিয়েছে শামীম ওসমান, গিয়াস উদ্দিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ছাত্রদের বিক্ষোভ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য ফতুল্লার অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার সিদ্ধিরগঞ্জে মনিরুল ইসলাম হত্যা মামলায় ভাই-বোন আসামী

প্রবাসীর স্ত্রীর ঘরে অতিরিক্ত অ্যালকোহল ও যৌন উত্তেজক ট্যাবলেট খেয়ে পিয়নের মৃত্যু

সংবাদ নারায়ণগঞ্জ:- কুমিল্লার হোমনায় প্রবাসীর স্ত্রীর ভাড়া বাসায় ৪৩ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে তিনি মারা যান। তবে এটি রহস্যজনক মৃত্যু বলে দাবি স্বজনদের।

মৃতের নাম মো. আলম মিয়া। তিনি হোমনা পূর্বপাড়া গ্রামের মো. আক্তার হোসেনের ছেলে ও দাউদকান্দি উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে পিয়ন (এমএলএসএস) হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে হোমনা বদলহাজি বাড়ির তোতা মিয়ার মেয়ে রেহেনা বেগমের স্বামী বিদেশে রয়েছেন। এজন্য তিনি হোমনা চৌরাস্তায় মো. আফাজ উদ্দিনের পাঁচতলা ভবনের তৃতীয় তলায় ভাড়া নিয়ে থাকেন। তার বাসায় প্রায়ই যাতায়াত করতেন আলম।

বৃহস্পতিবার রাত সোয়া ৩টার দিকে রেহেনার বাসায় অসুস্থ হয়ে পড়েন আলম। এ সময় মো. রফিকুল ইসলাম নামে একজনের সহযোগিতায় আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান রেহেনা। সেখানে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ সময় ভুল ঠিকানা দিয়ে সেখান থেকে রেহেনা পালিয়ে যান। পরে রফিকুল ইসলামের মাধ্যমে তার নাম ঠিকানা পাওয়া যায়।

ঘটনার বিষয়ে জানতে রেহেনা বেগমের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে মো. রফিকুল ইসলাম বলেন, আলম আমার বন্ধু। তার সঙ্গে ৮টার দিকে দাওয়াতে যাওয়ার কথা ছিল। কিন্তু যেতে পারিনি। রাত সোয়া ৩টার দিকে আলমের মোবাইল ফোন থেকে অসুস্থতার খবর জানান রেহেনা। পরে আমি গিয়ে রেহেনার বাসা থেকে আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাহিদা সিকদার বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। অতিরিক্ত অ্যালকোহল বা যৌন উত্তেজক ট্যাবলেট খাওয়ার পরে হৃদক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

হোমনা থানার ওসি আবুল কায়েস আকন্দ বলেন, আলমের লাশ কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। এখনো কোনো অভিযোগ পাইনি। তবে রেহেনা বেগমকে খুঁজছি। তাকে পেলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD