শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৯:৩৮ অপরাহ্ন

যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে পেটালেন পুলিশ সদস্য

সংবাদ নারায়ণগঞ্জ:- কুষ্টিয়ায় আবু সাঈদ নামে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে যৌতুকের জন্য স্ত্রীকে রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার মনিকা খাতুন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় শনিবার কুষ্টিয়া মডেল থানায় অভিযোগ করেছেন মনিকার বাবা। অভিযুক্ত আবু সাঈদ বর্তমানে কুষ্টিয়া পুলিশ লাইনে কনস্টেবল হিসেবে কর্মরত।

পরিবার সূত্রে জানা গেছে, দুই বছর আগে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাতিভাঙ্গা গ্রামের আমজাদ হোসেনের ছেলে আবু সাঈদের সঙ্গে একই উপজেলার জুরাইনপুরের মতিয়ার রহমানের মেয়ে মনিকা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকসহ নানা কারণে স্বামীর হাতে নির্যাতনের শিকার হচ্ছিলেন মনিকা। শুক্রবারও যৌতুকের দাবিতে স্ত্রীকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করেন কনস্টেবল আবু সাঈদ। পরে শনিবার গুরুতর অবস্থায় মনিকাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। সেখানে দুইদিন ধরে চিকিৎসাধীন তিনি।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও ডা. আশরাফুল আলম জানান, ওই গৃহবধূকে হাসপাতালে নেয়ার সময় তলপেটসহ শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতচিহ্ন দেখা গেছে। এছাড়া ক্ষত থেকে রক্তক্ষরণ হচ্ছিল। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

এ বিষয়ে জানতে অভিযুক্ত কনস্টেবল আবু সাঈদের মোবাইলে বারবার করল করলেও তিনি রিসিভ করেননি।

নির্যাতনের শিকার মনিকার মামা সাজ্জাদ হোসেন বলেন, যৌতুক না পেয়ে মনিকাকে রড দিয়ে মেরেছে আবু সাঈদ। এরপর গুরুতর অবস্থায় হাসপাতালে না নিয়ে ঘরে আটকে রেখেছে। এতে মনিকা আরো অসুস্থ হয়ে পড়েছে। পরে পুলিশের সহযোগিতায় অ্কেআমরা  উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।

কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম জানান, এ ঘটনায় অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD