সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- গাজীপুর মহানগরের দক্ষিণ সালনা এলাকায় একটি প্যাকেজিং কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
(২৮ সেপ্টেম্বর) মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর রকিবুল হাসান।
তিনি জানান, শেডের তৈরি ওই প্যাকেজিং কারখানায় ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।