মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- শীতলক্ষ্যা নদীর উন্নয়ন ও পানি বিশুদ্ধ করতে নৌ-পরিবহন মন্ত্রণালয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (১৭ ফেব্রুয়ারি) সোমবার অনুষ্ঠিত ওই সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। সভার সভাপতিত্ব করেন নৌ-মন্ত্রী খালেদ চৌধুরী।
এ ব্যাপারে সেলিম ওসমান বলেন, শীতলক্ষ্যা নদীর পানি বিশুদ্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ নদীর দুই পাড়েই অবৈধ জায়গাগুলো দখল মুক্ত করে দুই পাড়ের উন্নয়ন করা হবে। এক্ষেত্রে সিটি কর্পোরেশন বা সংসদীয় এলাকা বলে কোন কথা থাকবে না। উন্নয়নের স্বার্থে সরকার যে কোন কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এবং স্থানীয় সরকার সেটি বাস্তবায়ন করবেন তবে অবশ্যই সেটা আলোচনা মাধ্যমে হতে হবে যাতে করে কেউ ক্ষতিগ্রস্থ না হয়।
এভাবে আরো কয়েকটা মন্ত্রণালয়ের মাধ্যমে সিটি করপোরেশনের সাথে আলোচনা শুরু হলে নারায়ণগঞ্জবাসী বেশ কিছু নতুন নতুন উন্নয়ন দেখতে পারবে।
মেয়রের উদ্দেশ্যে তিনি বলেন, নারায়ণগঞ্জের উন্নয়নে যেকোন ধরনের সমস্যায় আমি সিটি কর্পোরশেনকে আলোচায় বসে সমাধানের জন্য আহবান করছি। যেকোন ধরনের সমস্যাই আলোচনায় বসে সমাধান করা সম্ভব।