শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৪:১৭ পূর্বাহ্ন

স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ধারণ, ভয় দেখিয়ে গণধর্ষণ

সংবাদ নারায়ণগঞ্জ:- জয়পুরহাটে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ৩২ বছরের এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

(১১ ডিসেম্বর) শনিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে জয়পুরহাট সদর উপজেলায় ধর্ষণের ঘটনা ঘটে।

গ্রেফতাররা হলেন- শফিকুল ইসলামের ছেলে মো. আসলাম, বেলালের ছেলে মো. রায়হান ও রমজান আলীর ছেলে রাব্বি হোসেন। তাদের সবার বয়স ২০-২৩ বছর।

জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে ওই গৃহবধূর বাড়ির সীমানা টপকে শয়নকক্ষে ঢোকেন আসলাম, রায়হান ও রাব্বি। এরপর নিজের মোবাইলে ওই গৃহবধূ ও তার স্বামীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করেন রায়হান। এরপর তারা ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি ও মানসিকভাবে নির্যাতন করেন।

এর পরদিন রাত সাড়ে ১২টার দিকে তারা আবারো সেই ঘরে ঢুকে ভুক্তভোগীকে টিউবওয়েলের পাড়ে ডেকে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যান। এ ঘটনায় শনিবার সন্ধ্যায় জয়পুরহাট থানায় মামলা করেন ভুক্তভোগী গৃহবধূ। মামলার পর তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

জয়পুরহাট থানার ওসি একেএম আলমগীর জাহান বলেন, গ্রেফতারদের আদালতে পাঠালে একজন ধর্ষণের ঘটনা শিকার করেন। এতে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD