রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- নাটোরের গুরুদাসপুর উপজেলায় বিয়ের আশ্বাসে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে বাঁশঝাড়ে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক যুবককে আটক করেছে র্যাব।
(৩১ জানুয়ারি) সোমবার রাতে জেলার বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর বাজারস্থ সোনালী ব্যাংকের সামনে থেকে অভিযুক্ত যুবককে আটক করা হয়।
আটক যুবকের নাম মেহেদী হাসান। ২২ বছর বয়সী মেহেদী উপজেলার বৃ-চাপিলা পাঠানপাড়া গ্রামের আব্দুর রহিম শেখের ছেলে। তিনি বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন।
এর আগে, ৩০ জানুয়ারি রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চাপিলা ইউনিয়নের বৃ-চাপিলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার রাত সাড়ে ৮টার দিকে থানায় মামলা করেন ভুক্তভোগী ওই ছাত্রীর মা।
জানা গেছে, বিয়ের আশ্বাসে ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন মেহেদী। একপর্যায়ে ৩০ জানুয়ারি রাত সাড়ে ১২টার দিকে বিয়ের কথা বলতে ওই ছাত্রীর বাড়ির পেছনে বাঁশবাগানে ডেকে নেন। এরপর তাকে ধর্ষণ করলে পরিবারের লোকজন বুঝতে পারেন। এ সময় প্রেমিক মেহেদী হাসান ওই ছাত্রীকে রক্তাক্ত অবস্থায় রেখে পালিয়ে যান। প্রচণ্ড রক্তক্ষরণ হতে থাকলে তাকে ওই রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।
গুরুদাসপুর থানার ওসি আবদুল মতিন জানান, ওই যুবককে থানায় হস্তান্তর করেছে র্যাব। এ ঘটনায় রোববার রাত সাড়ে ৮টার দিকে মামলা করেন ওই ছাত্রীর মা।