বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০১:৩০ অপরাহ্ন

স্ত্রীকে লাথি মেরে তিনতলা থেকে ফেলে দিল স্বামী

সংবাদ নারায়ণগঞ্জ:- রাজশাহী মহানগরীর পাঠানপাড়া এলাকার একটি তিনতলা ভবন থেকে স্ত্রীকে লাথি মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে মাদকাসক্ত এক স্বামীর বিরুদ্ধে।

পুলিশ বলছে, গত মঙ্গলবার রাতে নগরীর পাঠানপাড়া এলাকায় মাদকের অর্থ স্ত্রীর কাছে চেয়ে না পাওয়ায় এমন কাণ্ড ঘটিয়েছেন তার স্বামী। ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয় গৃহবধূকে।

বুধবার দুপুরে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ওসি মো. সোহরাওয়ার্দী হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অভিযুক্তের নাম অনিক হোসেন (৩২)। তিনি মাদকাসক্ত। মাদক সেবনের জন্য তার স্ত্রী টপি বেগমের (৩০) কাছে অর্থ না পাওয়ায় তাকে গতকাল রাতের দিকে তিনতলা থেকে লাথি মেরে ফেলে দেন। এতে গুরুতর জখম হন টপি বেগম। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর অনিক হোসেন পলাতক।

এদিকে রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদুল হাসান ফিরোজ বলেন, তিনতলা থেকে পড়ার কারণে টপি বেগম কোমরে প্রচণ্ড আঘাত পেয়েছেন। ওপর থেকে পড়ার কারণে তার হাড় ভাঙার সম্ভাবনা রয়েছে। বর্তমানে তাকে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) রেখে চিকিৎসা করা হচ্ছে।

এদিকে বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী বলেন, পরিবারের অভিযোগ মাদকাসক্ত অনিক প্রায়শই মাদকসেবনের অর্থের জন্য স্ত্রীকে মারধর করতেন। গত মঙ্গলবার সন্ধের দিকেও এই নিয়ে আনিক তার স্ত্রীকে মারধর করেন। টাকা দিতে আপত্তি জানালে তাকে লাথি মেরে তিনতলার থেকে নিচে ফেলে দেন অনিক। পরে আশপাশের লোকজন ছুটি এসে টপি বেগমকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন।

আইনি প্রক্রিয়ার ব্যাপারে ওসি বলেন, আহত গৃহবধূ এখনো হাসপাতালে চিকিৎসাধীন। আর বুধবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কেউ থানায় কোনো অভিযোগ দেননি। তবে ওই গৃহবধূর পরিবার থেকে অভিযোগ করবেন বলে জানিয়েছেন। আপাতত অভিযুক্ত অনিককে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD