বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০২:১৪ পূর্বাহ্ন

পানগাঁয়ে মেলার নামে প্রকাশ্যে জুয়ার আসর, নিয়ন্ত্রণে অনিক

সংবাদ নারায়ণগঞ্জ:- দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের পানগাঁও পোর্ট এলাকায় মেলার নামে রমরমা জুয়ার জোয়ারে ভাসছে। উঠতি বয়সের যুবকরা ভিড় জমাচ্ছেন এ আসরে।

শুধু তাই নয়, পাশাপাশি প্রকাশ্যে চলছে মানুষ ঠকানো র্যা ফেল ড্র। এ ঘটনায় এলাকার অভিভাবক মহলসহ সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্ষমতার অপব্যবহার করে দক্ষিণ পানগাঁও এলাকার অনিক জুয়ার বোর্ড পরিচালনাকারী রফিক, জাফরকে দক্ষিণ কেরানীগঞ্জ পানগাঁও পোর্ট এলাকায় খেয়া ঘাটের সংলগ্ন মাঠে আনন্দ মেলার নামে জুয়ার আসর পরিচালনা করছে।

তারা আরও জানান, স্থানীয় ক্ষমতাসীন দলের নেতাদের শেল্টারে অনিক বিশাল বড় প্যান্ডেল তৈরি করে গড়ে উঠেছে জমজমাট জুয়ার আসর। এখানে বসানো হয়েছে ৫টি জুয়ার বোর্ড এবং ওয়ান টেন নামক লক্ষ লক্ষ টাকার জুয়া খেলা। আর এই জুয়ার আসরে ভিড় করছে উঠতি বয়সের স্কুল-কলেজগামী তরুণরা। এই মেলা উপলক্ষে বিভিন্ন এলাকায় মাইকিং করে রেফেল ড্র প্রচারাভিযান অব্যাহত রাখলেও মূলত সন্ধ্যার পর থেকেই শুরু হয় ওয়ান টেনের মতো লক্ষ লক্ষ টাকার জুয়া খেলা।

নাম প্রকাশে অনিচ্ছুক আয়োজকদের মধ্যে একজন জানান, দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশকে ম্যানেজ করে বীর দাপটে বুক ফুলিয়ে প্রকাশ্যে জুয়ার বোর্ড পরিচালনা করছে। এ যেন দেখেও দেখার কেউ নেই।

জোয়ার আসরের এক পার্টনার জানান, প্রতি রাতে জুয়া বোডের্র জন্য ৮৫ হাজার, র্যা ফেল ড্র এর জন্য ৪৫ হাজার নিয়ে থাকে মেলা আয়োজনের কমিটি।

মেলার নামে প্রকাশ্যে জুয়ার বোর্ড পরিচালনার বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ-জামান জানান, মেলায় জুয়া ও রেফেল ড্র বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সল বিন করিমের সঙ্গে এ ব্যপারে কথা হলে তিনি বলেন, জুয়ার বিষয় খুবই আপত্তিকর, আমি বিষয়টি দেখছি, যারা এ মেলার আয়োজন করেছে এবং জুয়ার বোর্ড বসিয়েছে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD