মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৫:২৩ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ;- টাঙ্গাইলের দেলদুয়ারের পাথরাইল ইউনিয়নে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন নিয়েছেন এক তরুণী।
উপজেলার পাথরাইল ইউনিয়নের বিষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রেমিকার অবস্থান নেয়া দেখে প্রেমিকসহ তার পরিবারের সবাই ঘরে তালা দিয়ে পালিয়ে গেছেন। অভিযুক্ত প্রেমিক ইলিয়াস পাথরাইল ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের ফজলু মিয়ার ছেলে।
ভুক্তভোগী তরুণী জানান, ইলিয়াসের সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। ইলিয়াস বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে অনেকবার ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছেন। সম্প্রতি ইলিয়াস তাকে এড়িয়ে চলছেন। এজন্য মঙ্গলবার বিয়ের দাবিতে তিনি ইলিয়াসের বাড়িতে উঠেছেন।
দেলদুয়ার থানার ওসি নাসির উদ্দিন মৃধা জানান, খবর পেয়ে অভিযুক্ত ইলিয়াসের বাড়ি গিয়ে ঐ তরুণীর অবস্থান বিষয়ে পর্যবেক্ষণ করা হয়েছে। ভুক্তভোগী তরুণী লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।