মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- গাজীপুরের কাপাসিয়া উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে ‘বিশেষ অঙ্গ’ চেপে স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে।
(২০ মার্চ) সোমবার বেলা ১১টার দিকে কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের বেলাশী এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আব্দুল জবাব একই এলাকার আজগর আলীর ছেলে।
কাপাসিয়া থানার ওসি এএফএম নাসিম জানান, সোমবার বেলা ১১টার দিকে পারিবারিক কলহের জেরে আব্দুল জবাবের দ্বিতীয় স্ত্রী আসমা আক্তার স্বামীর অণ্ডকোষ চেপে হত্যা করেছেন। দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলছিল ঐ পরিবারে। অনেক চেষ্টা করেও তাদের বিরোধ মেটাতে পারেননি স্থানীয় মাতুব্বররা।
ওসি এএফএম নাসিম আরো জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।