মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- রাজধানীর কদমতলী এলাকা হতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী দিলু ও তার সহযোগী বাবু @ কেতরা বাবুকে ৯০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে র্যাব-১০।
গত (২৬ মার্চ) সোমবার র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কদমতলী থানাধীন নামাশ্যামপুর এলাকায় তাদেরকে গ্রেফতার করে।
র্যাব জানান, ঢাকার কদমতলী থানাধীন নামাশ্যামপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ দেলোয়ার হোসেন @ দিলু (৪৮) ও তার মাদক ব্যবসার অপর সহযোগী বাবু (৩৩)’কে আনুমানিক দুই লক্ষ টাকা মূল্যের ৯০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
এসময় তাদের নিকট থেকে ০৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।