সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৪:২৭ পূর্বাহ্ন

রানা হত্যা মামলায় সাত জনের ফাঁসির আদেশ

সংবাদ নারায়ণগঞ্জ:-  কুমিল্লায় চাঞ্চল্যকর রানা হত্যা মামলায় সাতজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

(১৮ জুন) রোববার সকালে অতিরিক্ত জেলা ও দায়রা আদালত-৫ এর বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

এ সময় আরো পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।রায় প্রদানের সময় মোট নয়জন আসামি আদালতে উপস্থিত ছিলেন।

বাদী পক্ষের আইনজীবী এ পি পি রফিকুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে ২০০৬ সালের পহেলা মে রাতে চম্পকনগর এলাকার স্যানিটারি মিস্ত্রি রানাকে হত্যা করা হয়। এ ঘটনায় রানার বাবা জাহাঙ্গীর খান বাদী হয়ে ছয়জনকে আসামি করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তী তদন্তে আরো ১০ জনকে আসামি করে মোট ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট দেন তদন্ত কর্মকর্তা।

দীর্ঘ ১৮ বছর মামলার চলমান তদন্তে আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও সাক্ষীদের সাক্ষ্য আমলে নিয়ে এ রায় দেন বিচারক। রায়ে বিচারক সাতজনকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড, পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৩০ হাজার টাকা করে প্রতিজনকে অর্থদণ্ড অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড এবং চারজনকে বেকসুর খালাস দেন।

রায় প্রদানের সময় মোট নয়জন আসামি আদালতে উপস্থিত ছিলেন। এর মধ্যে তিনজন মৃত্যুদণ্ড প্রাপ্ত হাজির, তিনজন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত হাজির এবং বেকসুর খালাসপ্রাপ্ত তিনজন হাজির ছিলেন। মৃত্যুদণ্ড ৪ ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ২ জনসহ মোট ছয় আসামি পলাতক রয়েছেন।

নিউজটি শেয়ার করুন...


© 2022 Sangbadnarayanganj.com - All rights reserved
Design & Developed by POPULAR HOST BD