মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় একটি স্টিল মিলের গ্যাসের পাইপলাইন বিস্ফোরণে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে গোদনাইল সৈয়দপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।আহত শ্রমিকদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা শ্রমিকরা হলেন- ইকবাল, সাইফুল, জাকারিয়া, মুজাম্মেল ও শরিফুল।
(১৪ অক্টোবর) শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ।
জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ বলেন, উপজেলার শারমিন রোলিং মিল নামে এক মিলে বিস্ফোরণের ঘটনায় পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছে। আহতরা শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন। রোলিং মিলের গ্যাস মিটার থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানান তিনি।