রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। কমিটিতে ফতুল্লা থানা সেচ্ছসেবকলীগের সভাপতি ফরিদ আহম্মেদ লিটনকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান সহ দলের অঙ্গ সংগঠনের সকল মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
কৃতজ্ঞতা প্রকাশ ফরিদ আহম্মেদ লিটন সংবাদ নারায়ণঞ্জকে বলেন, আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি জাতীয় চার-নেতা এবং মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ এবং ২ লাখ নির্যাতিত মা-বোনকে। মুক্তিযোদ্ধাদের আমি সালাম জানাচ্ছি।
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ ৪ আসনের মাননীয় সংসদ জননেতা একেএম শামীম ওসমান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মোহাম্মদ বাদলসহ ফতুল্লা থানা আওয়ামীলীগের বিপ্লবী সভাপতি সাইফুল্লাহ বাদল এবং ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত হাতকে শক্তিশালী করতে সাংগঠনিকভাবে দলকে এগিয়ে নিয়ে যেতে সব সময় আপ্রাণ চেষ্টা করেছি দলের প্রত্যেকটি মিছিল-মিটিং সহ বিভিন্ন প্রোগ্রামে সবসময়ই অংশগ্রহণ করেছি। আমাদের প্রিয় নেতা একেএম শামীম ওসমানের নির্দেশনা মেনে দলের জন্য কাজ করে যাচ্ছি তাই তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।