শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৫:০২ পূর্বাহ্ন
কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মীর হোসেন মিরু বলেন, বঙ্গবন্ধু সারাজীবন শোষনের বিরুদ্ধে রাজনীতি করেছে। তিনি কখনো আপোসের রাজনীতি করেন নাই। আমরাও আপোসের রাজনীতি করব না। কোনো শোষক ভূমিদস্যু বঙ্গবন্ধুর সৈনিক হতে পারে না। ভূমিদস্যুরাও এখন বঙ্গবন্ধুর জন্মদিন পালন করে। বিএনপি জামায়াত জোট সরকারের আমলে ঐ ভূমিদস্যুদের খবর ছিলো না।
বুধবার (১৭ মার্চ) সন্ধ্যার বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত কেক-কাটা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আমাদের সৌভাগ্য আমরা জাতির জনকের জন্মশতবার্ষিকী পালন করতে পেরেছি। তবে আমাদের দূর্ভাগ্য, তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গড়া উন্নয়নশীল বাংলাদেশ তিনি দেখে যেতে পারেননি। তাই শ্রদ্ধা ভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
এসময় উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলগের সভাপতি জসিম উদ্দিন, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মুজাফ্ফর, শিকদার মোঃ হক সহ আওয়াশীলীগের অংগসংগঠনের নেতারা।