মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৮:৫৯ পূর্বাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জঃ- ভারতের দিল্লিতে জনসম্মুখে স্ত্রীকে ছুরি দিয়ে ২৫ বার কুপিয়ে হত্যা করেছেন এক স্বামী। শনিবার বিকেলে দিল্লির উত্তর পশ্চিমাঞ্চলের বুধ বিহার এলাকায়ী ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছে এমন সন্দেহে স্ত্রীকে হত্যা করেন তিনি। নিহত ওই নারীর বয়স ২৬ বছর।
ভিডিও ফুটেজে দেখা যায়, লোকজনের সামনে হরিশ তার স্ত্রী নিলুকে বারবার ছুরি দিয়ে আঘাত করছেন।
উপস্থিত কিছু লোক ওই নারীকে বাঁচাতে গেলে তার স্বামী চিৎকার দিয়ে বলেন, ‘সামনে আসার সাহস কোরো না।’
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি বিয়ে সম্পন্ন করার একটি প্রতিষ্ঠানে কাজ করেন। তাকে গ্রেফতার করা হয়েছে।