শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪৩ অপরাহ্ন
সংবাদ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের একটি নিউজ পোর্টালে চাঁদাবাজির শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাইনবোর্ড টু নারায়ণগঞ্জ জেলা পরিষদ ইজিবাইক শ্রমজীবী সমবায় সমিতি এর সভাপতি মোঃ অহিদুল ইসলাম অহিদ।
এ বিষয়ে তিনি বলেন, আমাকে জড়িয়ে চাঁদাবাজির যে অভিযোগ করা হয়েছে এবং এ বিষয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
আবুল হাসেম বলেন, ইজিবাইকের স্টিকার লাগিয়ে মাসিক হারে মোটা অংকের টাকা উত্তোলন করে থাকি। আসলে এ সংবাদটি সম্পূর্ণ মিথ্যা একটি পক্ষ আমার পিছনে বেশ কিছুদিন ধরে উঠে পড়ে লেগেছে আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে তারা আমার বিরুদ্ধে মিথ্যা মিথ্যা অপবাদ দিচ্ছে। সাংবাদিকদের ভাইদের মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে ইজিবাইক থেকে চাঁদা আদায় মিথ্যা সংবাদ প্রকাশ করাচ্ছে।
অহিদুল ইসলাম অহিদ আরো বলেন, আমাদের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছে যেটি আদৌ সত্য নয় আমি কখনো চাঁদা আদায় করেছি এমন প্রমাণ কেউ দেখাতে পারবেনা। কিন্তু একটি পক্ষ মিথ্যা স্টিকার বানিয়ে নিবন্ধন নং ৩০ করে আমার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ তুলছে। নিবন্ধন নং ৩০ নামে কোন সংগঠনে হয়নি। আমাদের যে সংগঠনটি রয়েছে সাইনবোর্ড টু নারায়ণগঞ্জ জেলা পরিষদ ইজিবাইক শ্রমজীবী সমবায় সমিতি আমরা শুধু মালিকদের নিয়েই এই সমিতি করেছি। অনেক সময় দেখা যায় অনেকে দুর্ঘটনায় আহত হন তাদেরকে সাহায্য সহযোগিতা করার লক্ষ্যেই আমাদের এই সমিতি। আমরা কখনও চাঁদাবাজি করিনা আর কাউকে চাঁদাবাজি করতে দিব না।
যারা আমার কারণে চাঁদা আদায় করতে পারে না এই কারণেই হয়তো আমার বিরুদ্ধে এই মিথ্যা ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে।
আমি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন আমরা চাঁদা আদায় করি কিনা। সদর উপজেলা ইজি বাইক অটো মালিক শ্রমিক শ্রমজীবী সমবায় সমিতির নামে কোন সংগঠন আছে কিনা অনুসন্ধান করেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ।
আমার সংগঠনের সফলতায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল মিথ্যা সংবাদ প্রচার করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং আমাকে সমাজে হেয়-প্রতিপন্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি নারায়ণগঞ্জের ওই পত্রিকার কর্তৃপক্ষসহ সকল সম্মানিত গণমাধ্যমকর্মীদের অনুরোধ জানাচ্ছি- আপনারা এমন মিথ্যা সংবাদ সরবরাহকারীদের দ্বারা প্রভাবিত না হয়ে প্রকৃত ঘটনা খতিয়ে দেখুন এবং ভিত্তিহীন সংবাদ প্রচার থেকে বিরত থাকুন।