রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১০:৫২ অপরাহ্ন
নারায়ণগঞ্জের বন্দরে ড্রেনে কাজ করার সময় স্কুলের দেয়াল ধসে দুলালী ও মো. হৃদয় নামে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় পারভীন নামে আরো এক শ্রমিক আহত হয়েছেন।
(১৩ জুলাই) মঙ্গলবার বিকেলে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী আলতাফ হোসেন বলেন, বন্দরের লক্ষণপুর স্কুলের পাশে ড্রেনে কাজ করার সময় হঠাৎ পাশের স্কুলের দেয়াল ভেঙে পড়ে তিনজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত তিনজনকে জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে দুলালী ও হৃদয়কে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
আরেক শ্রমিক চাঁন মিয়া বলেন, সিটি করপোরেশনের ড্রেনের কাজ নেন রাসেল নামের এক ঠিকাদার। সেখানে আজ কাজ করার সময় হঠাৎ পাশের স্কুলের দেয়াল ধসে পড়ে। সে সময় দৌড় দিয়ে ওই খান থেকে সরে এলেও তারা তিনজন চাপা পড়ে। নিহত দুজনের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সদর থানার বালাহাটা গ্রামে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আহত শ্রমিক পারভীনকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ দিপক চন্দ্র সাহা জানান, উত্তর লক্ষন খোলা এলাকায় সড়কে ড্রেন নির্মান কাজ করছিল রাসেল নামের এক ঠিকাদার। আহত তিন শ্রমিকের মধ্যে একজন পুরুষ ও একজন নারী শ্রমিক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ তদন্ত করছে। নির্মাণাধীন ঠিকাদার প্রতিষ্ঠানে কোন অবহেলায় বা ত্রুটির কারনে এ দুর্ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।